Translate

বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১২

দুই-তৃতীয়াংশ অপরাধের সঙ্গে মাদকই দায়ী



ক্যাপশন যুক্ত করুন



ক্যাপশন যুক্ত করুন
 সামাজিক শৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য মাদক হুমকিস্বরূপ। পরিসংখ্যান নিলে দেখা যাবে, দেশের দুই-তৃতীয়াংশ অপরাধের সঙ্গে মাদকের রয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষ যোগসূত্র।
মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোহাম্মদ আলী সভায় সভাপতিত্ব করেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেন, মাদক নিয়ন্ত্রণ আইনকে অধিকতর সংশোধন করে যুগোপযোগী করা হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনবল বৃদ্ধি, নতুন অফিস স্থাপন, যানবাহন ও সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে।
সভায় আরও বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সি কিউ কে মুসতাক আহমদ।
সভায় মাদকবিরোধী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এর আগে প্রেসক্লাব এলাকায় একটি মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন