হিজাব নিষিদ্ধকারী মহিলাদেরকে উপযুক্ত শাস্তি অবিলম্বে রাষ্ট্রধর্ম ইসলামের সরকার দেয়ার ব্যবস্থা করবে বলে আমরা বাংলাদেশের মুসলমানরা মনে করি। নতুবা আমাদের ঈমান, আমাদের ইসলাম, আমাদের হিজাবকে আমরা কিভাবে রক্ষা করতে হবে সেটা আমরা দেখিয়ে দেব, ইনশাআল্লাহ।
বিদ্রহী বাংলার সব মানুষের সবার জন্য "শির উঠাও কন্ঠ ছাড়" "আমরা বিদ্রহী সবার কথা বলি"
Translate
মঙ্গলবার, ৩ জুলাই, ২০১২
মুসলিম দেশে অমুসলিম নিতি। আবার ও হিজাব নিষিদ্ধ।
হিজাব নিষিদ্ধকারী মহিলাদেরকে উপযুক্ত শাস্তি অবিলম্বে রাষ্ট্রধর্ম ইসলামের সরকার দেয়ার ব্যবস্থা করবে বলে আমরা বাংলাদেশের মুসলমানরা মনে করি। নতুবা আমাদের ঈমান, আমাদের ইসলাম, আমাদের হিজাবকে আমরা কিভাবে রক্ষা করতে হবে সেটা আমরা দেখিয়ে দেব, ইনশাআল্লাহ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
অপরদিকে একজন সত্যিকার মুসলিমাহ ঘর হতে বের হওয়ার সময় আয়না দেখে এটা বুঝার জন্য যে,আল্লাহ তাকে যেভাবে দেখতে চায় সে সেভাবে সেজেছে কিনা......
একজন পুরুষ কোর্ট-প্যান্ট-মোজা-জুতা সবই পরেন; আবার টাই দিয়ে বাকীটাও ঢেকে ফেলেন, আর একজন বোন পিঠের বিরাট অংশ খোলা রাখবেন, বুকের ওড়নাটা গলায় পেচিয়ে আধুনিকা সাজবেন-এটা মার্জিত রুচির পরিচায়ক নয়। অনেক অপরাধী বোরকাকে অপরাধের জন্য আশ্রয় হিসেবে ব্যবহার করতেই পারেন, এজন্য বোরকাকে দায়ী করা কি ঠিক হবে? তাই বিতর্ক বা কুটতর্কে না জড়িয়ে আল্লাহর একটা বিধান মানার চেষ্টা করি, না পারলে অন্তত যারা মানছেন তাদের সম্মান করতে শিখি।
হিজাব পরিহিতা বোনদের দেখে তোমাদের আসলে চুলকানি অনেক বেড়ে গেছে। এ যে এক কঠিক রোগের আলামত। অতিসত্বর সত্যের মলম লাগাও,মলম লাগাও বিবেক ও যুক্তির।নাহয় কিন্তু পচন ঠেকাতে পারবা না।
পশ্চিমাদের থেকে হাওলাদ করা অর্ধনগ্ন নারীর ড্রেসকে স্টাইল বানাবা আমাদের নারীরা হিজাব করলে (এটাই মুসলিম নারীদের স্টাইল)তোমাদের গা চুলকায় ক্যান?
“হে নবি, তুমি তোমার স্ত্রীদেরকে , কন্যাদেরকে ও মুমিন নারীদেরকে বল, ‘তারা যেন তাদের জিলবাবের কিছু অংশ নিজদের উপর ঝুলিয়ে দেয়, তাদেরকে চেনার ব্যাপারে এটাই সবচেয়ে কাছাকাছি পন্থা হবে। ফলে তাদেরকে কষ্ট দেয়া হবে না। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।” (সুরা আহযাব-৫৯)