Translate

রবিবার, ১৫ এপ্রিল, ২০১২

কবে রেহাই পাবে অরা...।। তাদের কি দেখার কেউ নেই...।।

দশ টাকা সের চাল খাব, এই খুশিতে,
ভোট দিলাম বাক্স ভরে নিজের অমতে।
বস্তা ভরা টাকা দিল, বুবুর দাদারা,
তাই পেয়েইতো করল ভুল, পাবলিক বেচারা।
সার নাকি দিবে বুবু, কোন পয়সা ছাড়া,
এ কথাটি বললে এখন, খেতে হয় তাড়া।

কুইক রেন্টালে হবে নাকি, কুইক বিদ্যুৎ উৎপাদন,
লোডশেডিংয়ের হবে নাকি, আর কভু আগমন।
বিদ্যুৎ এখন যায়না তবে, মাঝে মাঝে আসে,
তাইনা দেখে বুবু আমার, মিটমিটিয়ে হাসে।
মারব এবার লোডশেডিংয়ে, বল যদি বেশি কথা,
বুঝবে ঠ্যালা এবার তবে, বুঝবে কত ব্যথা।
কুইক ধ্বংস হচ্ছে দেশ, কুইক রেন্টাল এর ফাঁদে,
করের বোঝা বাড়ছে তবু, জনগণের কাঁদে।

নির্মূল নাকি হবে যত, অনিয়ম আর দূর্নীতি,
অনিয়মই নিয়ম এখন, হোক যতই দেশের ক্ষতি।
দূরীভূত হবে যত, বিশৃঙ্খলা আর সন্ত্রাস,
বুবুর সোনার ছেলেরাই এখন, মূর্তিমান এক ত্রাস।
শতটা খুন হয় দিনে এখন, নেই কোন শান্তি,
পুলিশে যদি যেতে চাও, হবে বড় ভ্রান্তি।

পদ্মা সেতু হবেই এবার, সে কিরে ভাই দাপট,
কাজ শুরুর আগেই হল, হাজার কোটি লোপাট।
লুটেরা নিল শেয়ার বাজার হতে, হাজার কোটি টাকা,
কেঁদে মরে বিনিয়োগকারীরা, পকেট হল ফাঁকা।

রেলওয়ের কালো বিড়াল, ধরতে গিয়ে এক মন্ত্রী,
চালান একটা ধরা খেয়ে, বাধলো যত বিপত্তি।

হীরক রাজার দেশ, আছি মোর বেশ,
এভাবেই থাকতে হবে, সন্দেহ নেই লেশ।

1 টি মন্তব্য: