Translate

শুক্রবার, ২০ এপ্রিল, ২০১২

।। The Ghost Nebula ।।


পৃথিবী থেকে ২২০০ আলোকবর্ষ দূরে গোলাকার ও গ্রহ সদৃশ এই planetary nebula-টি সর্পধারী তারকামণ্ডলে (Constellation of Ophiuchus) অবস্থিত। এই নেবুলাটির অন্যনাম NGC 6369। ১৮৩৪ সালে বৃটিশ জ্যোতির্বিদ Sir John Frederick William Herschel প্রথম Milky Way গ্যালাক্সিতে এই নেবুলাটির সন্ধান পান। এই নেবুলাটির কেন্দ্রের কাছাকাছি রয়েছে একটি নতুন সাদা বামন (white dwarf) নক্ষত্র।যেটি থেকে নির্গত হচ্ছে শক্তিশালী অতিবেগুনী রশ্মি! এই নেবুলার প্রধান চাকতিটির ব্যাস প্রায় এক আলোকবর্ষ। যেটি ক্রমাগত বিকিরণ করছে আয়োনাইজড oxygen, hydrogen এবং nitrogen গ্যাস। এই Ghost Nebula-কে ডাকা হয় One of the Largest Spheres of the Milky Way নামে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন